速報APP / 生產應用 / ফসলি - সেরা কৃষি অ্যাপ

ফসলি - সেরা কৃষি অ্যাপ

價格:免費

更新日期:2019-07-30

檔案大小:18M

目前版本:2.2.4

版本需求:Android 4.1 以上版本

官方網站:http://fosholi.com

Email:shamimmurad@gmail.com

聯絡地址:隱私權政策

ফসলি - সেরা কৃষি অ্যাপ(圖1)-速報App

বাংলাদেশের অর্থনীতিতে কৃষি গুরুত্বপূর্ণ অবদান রাখছে, যা অর্থনৈতিক উন্নতিতে যথেষ্ট সহায়ক। প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে আমাদের কৃষির অগ্রগতিও লক্ষণীয় । প্রযুক্তির কল্যাণে, কৃষক এবং কৃষির সার্বিক উন্নয়নের লক্ষ্যে এসিআই নিয়ে এসেছে, মোবাইল অ্যাপ ভিত্তিক কৃষি সেবা “ফসলি” ।

কৃষি বিষয়ক সেরা মোবাইল অ্যাপ “ফসলি” দেশের কৃষিতে এক নতুন মাত্রা যোগ করেছে। কৃষিকাজের সব ধরনের তথ্য, নির্দেশিকা এবং সহায়তা এই অ্যাপটির মাধ্যমে পেয়ে যাচ্ছে আমাদের দেশের কৃষক সমাজ । কৃষক জনগোষ্ঠীকে প্রযুক্তির সাথে সম্পৃক্ত করার মাধ্যমে স্মার্ট কৃষক তৈরিতে “ফসলি” অ্যাপটি যুগান্তকারী ভূমিকা রাখবে। কৃষকদের এলাকাভিত্তিক কৃষি তথ্য এবং সেবা দিয়ে তাদের জীবন ব্যবস্থার উন্নয়ন করাই এই অ্যাপ এর মূল লক্ষ্য ।

ফসলি অ্যাপ কৃষকদের বিভিন্ন ধরনের সেবা প্রদান করছে । চাষাবাদের প্রাক প্রস্তুতি, চাষাবাদ, এর পরবর্তী করনীয়, আবহাওয়ার খবর, কৃষকের চাষাবাদ উপকরণ, ফসল বাছাইকরণ, লাভ ক্ষতির হিসাব, বাজারজাতকরণ, স্থানীয় কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ ইত্যাদি সব ধরণের সুবিধা ফসলি অ্যাপ এর মাধ্যমে পাওয়া যায় ।

ফসলি - সেরা কৃষি অ্যাপ(圖2)-速報App

ফসলিতে রয়েছে -

চাষাবাদ প্রস্তুতিঃ নিজ নিজ এলাকা ও মাটির বৈশিষ্টের ভিত্তিতে উপযোগী ফসল নির্বাচন বিষয়ক সেবা।

চাষাবাদঃ ফসল উৎপাদন এবং রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ বিষয়ক সঠিক পূর্বাভাস ও তথ্য সেবা।

ফসলি - সেরা কৃষি অ্যাপ(圖3)-速報App

ফসল সংগ্রহঃ নিকটস্থ হাট-বাজারের অবস্থান, শস্যের বাজারদর ও ফসল সংরক্ষণ বিষয়ক পরামর্শ।

আবহাওয়া পূর্বাভাসঃ দুর্যোগজনিত কারণে ফসলের ক্ষয়ক্ষতি হ্রাসের লক্ষ্যে পূর্বাভাস ও সতর্কসংকেত প্রদান।

আমার ফসলঃ চাষকৃত ফসলের বীজ বপন থেকে ফসল তোলা পর্যন্ত বিশেষায়িত পরামর্শ ও সেবা।

ফসলি - সেরা কৃষি অ্যাপ(圖4)-速報App

তথ্যকোষঃ আধুনিক কৃষি তথ্য ও প্রযুক্তি বিষয়ক তথ্য সম্ভার।

কৃষকের হাতিয়ারঃ উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়ক বিভিন্ন তথ্য ও সেবা।

প্রশ্নব্যাঙ্কঃ বিশেষজ্ঞ কৃষিবিদের সহযোগীতায় চাষাবাদ নিয়ে কৃষকের নানা প্রশ্নের উত্তর ও পরামর্শসেবা।

ফসলি - সেরা কৃষি অ্যাপ(圖5)-速報App

চাষাবাদের বিভিন্ন পর্যায়ে এদেশের কৃষকেরা প্রয়োজনীয় তথ্যের অভাবে যেসব সমস্যার মুখোমুখি হন, তা দূর করাই ফসলির প্রধান লক্ষ্য।

দেশের ক্ষুদ্র কৃষক, কৃষি উপকরণ ব্যবসায়ী এবং কৃষি সম্প্রসারণ কার্যক্রমের সাথে জড়িত কর্মকর্তাদের কাছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী তথ্যসেবা পৌঁছে দেয় ফসলি। অত্যাধুনিক উপগ্রহ চিত্র, উন্নত চাষাবাদ পদ্ধতি, আধুনিক কৃষি প্রযুক্তি ও আবহাওয়া বিষয়ক তথ্যাদির সমন্বয় এবং বিশ্লেষণের মাধ্যমে দেশের প্রতিটি জেলা ও অঞ্চলভিত্তিক, প্রাসঙ্গিক তথ্যসেবা প্রদান করছে ফসলি।

দেশের কৃষক ও কৃষিখাতের সাথে জড়িত সবার কাছে তথ্যসেবা পৌঁছে দিতে এই অ্যান্ড্রয়েড অ্যাপটি তৈরী হয়েছে। এছাড়াও মোবাইলে এস.এম.এস. ও ফোনকলের মাধ্যমে ফসলির কিছু সেবা সীমিত পরিসরে সাধারণ মোবাইল সেটে পাওয়া যায়। ফসলি অ্যাপ ব্যবহার করে কৃষকের জমি ভিত্তিক উপযুক্ত শস্যের তালিকা, বিজ্ঞান-সম্মত চাষাবাদ পদ্ধতি, পোকামাকড় ও রোগের আক্রমণ বিষয়ক সর্তকসংকেত, আবহাওয়ার পূর্বাভাস, ফসলের বাজারদর ও কৃষি-সংক্রান্ত অন্যান্য বিষয়ে তথ্য পাবেন।

ফসলি - সেরা কৃষি অ্যাপ(圖6)-速報App

আমাদের প্রত্যাশা, ফসলি ব্যবহারের মাধ্যমে এদেশের কৃষকেরা চাষাবাদের আগে, চাষাবাদের সময় এবং ফসল তোলার সময় বিভিন্ন বিষয়ে তথ্যভিত্তিক ও সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হবেন, যা তাঁদের উৎপাদনশীলতা ও আয় বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

দেশের প্রধান মাঠ-ফসলসমূহের চাষাবাদ সম্পর্কিত যাবতীয় তথ্যের সমন্বয়ে একটি অনন্য প্লাটফর্ম হিসেবে ফসলিকে গড়ে তোলা হচ্ছে।

প্রকৃতির সাথে লড়াই করে, মাঠের বুক চিরে ফসল ফলায় কৃষক। প্রকৃতির রয়েছে নিজস্ব ভাষা। মাটি, পানি ও আকাশের সেই বার্তা শুনে, আর মেঘ-বৃষ্টি-রোদের সাথে তাঁর বোঝাপড়ায় বেড়ে উঠে ফসল ঘরে তোলার নিরন্তর স্বপ্ন।

ফসলি - সেরা কৃষি অ্যাপ(圖7)-速報App

প্রকৃতিতে মগ্ন কৃষকের জানালায় একটু একটু করে আসছে প্রযুক্তির আলো। আমাদের ছোট প্রয়াস, প্রযুক্তির ধী-সম্পন্ন, ‘ফসলি’ শোনাবে প্রকৃতি-ভাবনা, বলবে মাটি-ফসলের যত কথা।কৃষকের হাতের মুঠোয় এনে দেবে উপগ্রহ চিত্রের বিশ্লেষণ, জানাবে বজ্র-বৃষ্টি আর রৌদ্রচ্ছায়ার পূর্বাভাস, দেখাবে মাঠের পোকামাকড়ের মাঝে শত্রু-মিত্রের প্রভেদ। একটুখানি সাবধানতায় বাঁচবে স্বপ্নের ফসল, বাড়বে আত্মবিশ্বাস।

কৃষকের প্রতিটি জমি ফসলি জমি, প্রতিটি দিন ফসলি দিন।

ফসলি - সেরা কৃষি অ্যাপ(圖8)-速報App